জিপিএ-৫ পেয়েছে ৪০৮ শিক্ষার্থী
মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭.০৪
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৫, ৬:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ও কুলাউড়া-কমলগঞ্জ-বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলায় এবার মোট ১৬ হাজার ৪৭৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৬৯২ জন। এর মধ্যে সাত হাজার ১১৭ জন ছাত্রী ও পাঁচ হাজার ৫৭৫ জন ছাত্র পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪০৮ শিক্ষার্থী । ফলাফলে মেয়েরা এগিয়ে রয়েছে।
এসএসরি ফলাফলে সিলেট বোর্ডের সেরা ২০’র তালিকায় রয়েছে কমলগঞ্জ উপজেলার বি এ এফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজারের দ্য ফ্লাওয়ার এস কে জি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের দ্য বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল।
উপজেলা পর্যায়ে এসএসসি’র ফলাফল নিয়ে আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন-
কুলাউড়ায় জিপিএ-৫ পেয়েছে ৭১জন
কুলাউড়ায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৩৩ টি প্রতিষ্ঠান থেকে ৩০৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২৫৪৭ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। পাসের হার শতকরা ৮৩ দশমিক ৪২ ভাগ।
জিপিএ-৫ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। এছাড়াও নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ৮ জন, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ৭ জন, জালালাবাদ উচ্চ বিদ্যালয় ৫ জন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ৪ জন, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয় ৪ জন, ছকাপন স্কুল এন্ড কলেজ ৩ জন, কানিহাটি উচ্চ বিদ্যালয় ৩ জন, বরমচাল স্কুল এন্ড কলেজ ২ জন, হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয় ২ জন, ভাটেরা স্কুল এন্ড কলেজ ২ জন, বাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ১ জন, টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয় ১ জন, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় ১ জন, শ্রীপুর উচ্চ বিদ্যালয় ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে কোন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হতে পারে নাই।
এছাড়াও দাখিল পরীক্ষায় ১৬ টি মাদরাসা থেকে ৭০৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৬২৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার শতকরা ৮৮ দশমিক ১৫ ভাগ। জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদরাসার ২জন, চৌধুরীবাজার জিএস কুতুব শাহ্ মাদরাসার ১জন ও শ্রীপুর জালালিয়া দাখিল মাদরাসার ২ জন শিক্ষার্থী।
কমলগঞ্জে ১২৬ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার ৭৭ ভাগ
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। এ উপজেলায় ৪টি কেন্দ্রে মোট ২ হাজার ৪১৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮৫৮ জন। পাসের হার শতকরা ৭৭ ভাগ। কমলগঞ্জ উপজেলার মোট ৪টি কেন্দ্রের মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৪৬ জন, তেঁতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন, এ, এ, টি, এম উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, পতনঊষার উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৯ জন, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ২ জন, মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
কমলগঞ্জ উপজেলায় শতভাগ পাস করেছে বিএএফ শাহীন কলেজ ও আব্দুল মছব্বির একাডেমীর পরীক্ষার্থীররা ।
এদিকে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩৯১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৪১ জন। পাসের হার শতকরা ৮৫.৪৬ ভাগ। এর মধ্যে শতভাগ উত্তীর্ণ হয়েছে আহমদনগর দাখিল মাদ্রাসা ও বড়চেগ দাখিল মাদ্রাসা।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এবারের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ ৬ষ্ঠ তম স্থান লাভ করেছে। এই কলেজ থেকে ৯৯ জন শিক্ষার্থীর সবাই পাস হয়েছে। এর মধ্যে ৪৬টি জিপিএ-৫ পেয়েছে।
কমলগঞ্জের ২টি বিদ্যালয়ের পরীক্ষার্থিরা শতভাগ পাস করেছে। বিদ্যালয়গুলো হচ্ছে-বিএএফ শাহীন কলেজ ও আব্দুল মছব্বির একাডেমী।
সিলেট বোর্ডে ১৬তম বড়লেখার লাইসিয়াম স্কুল, পাশের হার ৭৭
এবারের প্রকাশিত এসএসসির ফলাফলে বড়লেখায় ২৩৯৩ জনের পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৪০ জন। পাশের হার ৭৭%। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। তন্মধ্যে শতভাগ পাশসহ ১৬টি জিপিএ-৫ পেয়ে সিলেট বিভাগের মধ্যে ১৬তম স্থান অধিকার করেছে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল। স্কুলটি ১ম বারেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার চমক দেখায়।
এছাড়া পিসি মডেল উচ্চ বিদ্যালয় ৭টি, বালিকা উচ্চ বিদ্যালয় ১১টি, নারিশিক্ষা উচ্চ বিদ্যালয় ১টি, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় ৪টি, সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় ১টি, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ৮টি, দাসের বাজার উচ্চ বিদ্যালয় ৪টি, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ২টি। এদিকে দাখিল পরীক্ষায় ৪জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সুজাউল মাদ্রাসা ১টি, গ্রামতলা জামেয়া ২টি, উত্তর শাহবাজপুর হাফিজিয়া মাদ্রসা ১টি।