কমলগঞ্জে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০১৫, ১১:২৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণ করা হয়েছে। আজ ৩০ মে শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল’র খাবার পরিবেশন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মন্জুর আহমদ আজাদ মান্নার সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাফিউন নূর, কমলগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মিফতাউল ইসলাম, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা মাহমুদ, পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দিন, এসএমসি সদস্য সুলতান মনসুর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মিড ডে মিল ২০১২ সাল হতে এখন পর্যন্ত চালু রয়েছে। এজন্য সিলেট বিভাগীয় পর্যায়ে দুবার এই বিদ্যালয়ের এসএমসি শ্রেষ্ঠ এসএমসি’র স্থান অধিকার করে।