নরসিংদীর মেঘনায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫, ৯:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঝড়ে নরসিংদীর মেঘনা নদীতে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকা থেকে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর মেঘনা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ওই নৌকার ভেতর থেকে দুই শিশু ও দুই নারীর লাশ উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপরের এ নৌকাডুবির ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।
সদর উপজেলার পুরানচর বাজার থেকে ৬০/৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি মেঘনার অপর পাড় বগারগোত যাচ্ছিল। বেলা দেড়টার দিকে নদীর মাঝামাঝি পৌঁছার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ হন। উদ্ধারকর্মীরা রাতেই তিন শিশুর লাশ উদ্ধার করেন।
প্রচণ্ড ঢেউয়ের কারণে রাতে উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হলেও সকালে আবার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
আনোয়ার হোসেন আরও জানান, আর কেউ নিখোঁজ নেই। উদ্ধারকর্মীরা এখন নৌকাটি তুলে তীরে আনার চেষ্টা করছেন।