সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো এক বছর বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫, ১০:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত চার বছর ধরে যখন দেশটি ভয়াবহ সহিংসতার কবলে রয়েছে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত তখন ইইউ নিষেধাজ্ঞা বাড়ানোর কথা ঘোষণা করল।
ইউরোপীয় ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে- সিরিয়ার ২০০ ব্যক্তি ও ৭০টি প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এছাড়া, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করাও কথা বলেছে ইইউ।
ইইউ’র এ নিষেধাজ্ঞায় সিরিয়ার একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। সিরিয়ার এ সেনা কর্মকর্তা রাজধানী দামেস্ক ও তার আশপাশের এলাকার বেসামরিক লোকজনের ওপর সহিংসতা ও নিপীড়িন চালাচ্ছেন বলে অভিযোগ আনা হয়েছে।
যুদ্ধের কারণে সিরিয়ায় যখন মানবিক বিপর্যয় অনিবার্য হয়ে পড়েছে এবং দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে জাতিসংঘ ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি ভ্যালেরি অ্যামোস রিপোর্ট দিয়েছেন তখন ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দিল।