বান্দরবানে একই পরিবারের চার রোহিঙ্গা খুন
প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০১৫, ৮:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, ‘পারিবারিক দ্বন্দ্বের জেরে’ শুক্রবার ভোরের দিকে কোনো এক সময় ক্যামলং এলাকার মোতালেবের পাহাড়ে ওই বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে একজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে। ওই নারী ও পুরুষ সম্পর্কে ভাইবোন, বাকিরা তাদের সন্তান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও পুরুষটির বয়স আনুমানিক ৪২ বছর, আর নারীর বয়স ৩৫ এর মত। শিশু দুটির বয়স ৪ ও ১২ বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, এরা মিয়ানমারের রোহিঙ্গা। তবে দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছিল। নিহত পুরুষের স্ত্রী কিছুদিন আগে তাকে ছেড়ে চলে গেছে। পরিবারের মধ্যে বিরোধ ছিল বলে আমরা জানতে পেরেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো গেছে।