দেড় শ’ বছর পর রাজনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫, ৫:৪৪ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে যাচ্ছে প্রায় দেড় শ’ বছর পর। রাজনগর বাজার প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি নির্বাচনের মাধ্যমে কোন কমিটি গঠন করা হয়নি। আলোচনার মাধ্যমেই বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর বাজার প্রতিষ্ঠার করা হয়েছে পেরিয়ে গেছে বহু বছর। উপজেলায় ব্যাপক উন্নয়ন হলেও বাজার নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি। আওয়ামীলীগ-বিএনপি যে দল যখনই ক্ষমতায় যায় তারাই তখন বাজারে দাপট দেখান। উভয় সরকারের সময়ে উপজেলার ব্যাপক উন্নয়ন হলেও রাজনগর বাজারে উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। এ বাজারের আশেপাশে বেশ কয়েকটি বড় বাজার প্রতিষ্ঠা হওয়ায়ও ক্রেতা সংকটে ভুগেন বাজারের ব্যবসায়ীরা।
দেড়শ’ বছর পর বাজারের উন্নয়নে দেয়া হয়েছে নির্বাচন। প্রায় ২৮০জন ভোটার ১১টি পদে ভোট দেবেন। তবে বাজারে সদর ইউনিয়ন পরিষদ হওয়ায় পদাধিকার বলে চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেকই থাকছেন এর সভাপতি। নির্বাচনী শিডিউল অনুযায়ী ২৮মে মনোনয়ন জমা দেয়া, ৩০ মে বাছাই, ১জুন প্রত্যাহারের শেষ তারিখ। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ জুন ইউনিয়ন পরিষদের হল রোমে স্থাপিত ভোট কেন্দ্রে।
রাজনগর বাজারের ব্যবসায়ী দেওয়ান মুজতবা মজিদ সুজেল বলেন, রাজনগর বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচন আরো আগেই হওয়া উচিৎ ছিল। বাজারের শান্তি ফিরিয়ে আনার জন্য এটি জরুরিও। এরপরও এতোদিন পর নির্বাচন হওয়ায় আমারা আশাবাদি। অপর ব্যসায়ী সিদ্দিকুর রহমান বলেন, এতো পুরনো বাজার হওয়া সত্বেও কোন সুষ্টু কমিটি না থাকাটা দুঃখজনক ছিল। এখন নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে একটি উদ্দীপনা কাজ করছে। আমরা আশারাখি ব্যবসায়ীদের এ সমিতি বাজার উন্নয়নে কাজ করবে।
রিটার্নিং কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বেশ উদ্দীপনা কাজ করছে। ১০টি পদের মনোনয়নপত্র বিপরীতে ২২টি মনোনয়ন পত্র বিক্রি হয়েছে। আশা রাখি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া যাবে।