ইথিওপিয়ায় আদিম মানুষের নতুন প্রজাতি আবিষ্কার
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৫, ৬:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পয়ত্রিশ হাজার বছর আগের একদল আদিম মানুষের একটি নতুন প্রজাতি আবিষ্কারের দাবি করছেন বিজ্ঞানীরা।
ইথিওপিয়ার আফার অঞ্চলে আন্তর্জাতিক গবেষকদের একটি দল আদিম সেই মানুষের চোয়ালের একটি হাড় এবং দাঁত খুঁজে পেয়েছে।
মানুষের সবচাইতে পরিচিত পূর্বপুরুষ বলে খ্যাত লুসি যখন বেঁচেছিল সেই একই সময়ে একই এলাকাতেই আদিম মানবের আলাদা এই প্রজাতিটিরও অস্তিত্ব ছিল।
বিজ্ঞানীরা বলছেন, নতুন এই আবিষ্কারের ফলে এটা স্পষ্ট যে আধুনিক মানুষের প্রাচীন বংশলতিকা যতটা মনে করা হয়েছিল তার চাইতে অনেক বেশি জটিল।