রাজনগরে মনসুরনগর ইউপি ভবন উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫, ১১:০০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউইনয়ন পরিষদের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি। গতকাল ২৫ মে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ইউনিয়ন পরিষদের ভবন উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজিন করা হয়।
ইউপি চেয়ারম্যান মিলন বখতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. কামরুল হাসানা, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আছকির খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, ইউপি সদস্য এম মামুনুর রশিদ প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৮৪ লাখ ৮২টাকা ব্যয়ে ৪৯০০ বর্গফুটের এ দ্বিতল ভবন নির্মাণ করে।