কমলগঞ্জের শমশেরনগর ইউপির উন্মুক্ত বাজেট ঘোষনা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৫, ১২:২০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪নং শমশেরনগর ইউপি’র ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। আজ ২৬ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে হলরুমে ইউপি সচিব মো. সোলেমান হাসান এবং ইউপি সদস্য শেখ রায়হান ফারুকের যৌথ পরিচালনায় শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদ এ বাজেট ঘোষনা করেন।
২০১৫-২০১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট প্রস্তাবনায় আয় ধরা হয়েছে ৮৬ লক্ষ ৭৮২ হাজার ২২৫ টাকা, ব্যয় ধরা হয়েছে ৮৬ লক্ষ ৭৮ হাজার ১০০ টাকা। উদ্ধৃত ৪ হাজার ১২৫ টাকা।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদের সভাপতিত্বে এ বাজেট সভায় জনপতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, চা বাগানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিতিতে।
বাজেট সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন আহমদ, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ বাবুল মোর্শেদ, ইউপি সদস্য আবুবকর, ইউপি সদস্য সিতারাম বীন, নারী ইউপি সদস্য মেরি ব্লাফ, নারী ইউপি সদস্য শেলি রানী পাল প্রমুখ।