সুনামগঞ্জে সরকারি কাজে বাধা দেয়ায় দু’জনের ৬ মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ৪:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে সুধাংশু পাল (৫০) ও কুশ পাল (৩০) নামে দু’জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২৪ মে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সাজা দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অঞ্জন দাশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসনে জানান, সকালে জেলা প্রশাসনের এক কর্মচারী সরকারি কাজে জেল রোডে গেলে তাকে মারপিট করেন জেল রোডের ব্যবসায়ী সুধাংশু পাল ও তার কর্মচারী কুশ পাল।
এ খবর পেয়ে সুধাংশু ও তার কর্মচারী কুশ পালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।