কুলাউড়ায় রংগীরকুল-রামপাশা সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ৪:৫৫ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম, কুলাউড়া ::
মোলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের রংগীরকুল-রামপাশা সড়কের ১ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। রাস্তার কাজে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে মাটি। ফলে প্রবল বৃষ্টিতে রাস্তায় কাদায় একাকার হয়ে রাস্তা পাকাকরণ কাজেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, রাস্তাটির কাজ খুব ধীরগতিতে চলছে। তাছাড়া মাটি খননের পর রাস্তায় বালু দেওয়ার নিয়ম থাকলেও সেখানে বালুর পরিবর্তে দেয়া হচ্ছে টিলার মাটি। গত ক’দিনের বৃষ্টিতে মাটিগুলো কাদায় পরিণত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এ রাস্তায় যাতায়াতকারী লোকজনসহ স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। এলাকাবাসী নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও ঠিকাদার এ ব্যাপারে কোন গুরুত্বই দিচ্ছেন না।
ইতিপূর্বে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান সংশ্লিষ্ট ঠিকাদার ছয়ফুল ইসলামকে সতর্ক করেন।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আবুল হোসেন জানান, রাস্তায় মাটি দেয়ার কোন নিয়ম নেই। ৬ থেকে ৮ ইঞ্চি পরিমান বালু দিতে হয়। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল মতিন জানান, রংগীরকুল হতে পশ্চিম দিকে ১কিলোমিটার রাস্তার ভালো কাজের জন্য ছয়ফুল ইসলাম ঠিকাদারকে দিয়েছিলাম। বিষয়টি আমাকে কেউ জানায়নি। এখনই প্রাকৌশলী পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।