কান-এ স্বর্ণপাম জিতল জাঁক ঔদিয়া’র ‘ধিপান’
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৫, ৭:২০ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক ::
পর্দা নামলো ৬৮ তম কান চলচ্চিত্র উৎসবের। সারা বিশ্বের ১৮টি সিনেমাকে পেছনে ফেলে উৎসবের সর্বোচ্চ খেতাব স্বর্ণপাম (পাম দ’র) জিতে নিয়েছে রণক্লান্ত এক তামিল গেরিলার ফ্রান্সে গিয়ে বসত গড়ার গল্প নিয়ে তৈরি ফরাসি চলচ্চিত্র ‘ধিপান’।
ফরাসী ভাষার সিনেমা ‘ধিপান’ গল্প বলে এক সাবেক তামিল গেরিলা, এক নারী এবং ছোট একটি মেয়ের গল্প; যারা শ্রীলঙ্কার গৃহযুদ্ধ এড়াতে এক সঙ্গে একটি পরিবারের মতো করে থাকে। শেষমেশ পুরোপুরি ভিন্ন পরিবার থেকে আসা এই তিন জন প্যারিসের শহরতলীতে একটি আবাসন প্রকল্পে ঠাঁই পায়। একজন আরেকজনের সম্পর্কে কিছু না জানলেও তারা চেষ্টা করে একসঙ্গে বেঁচে থাকার।
‘ধিপান’ – এর মাধ্যমে চতুর্থ বারের মতো কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়েন ফরাসি নির্মাতা জাঁক ঔদিয়া। এর আগে ১৯৯৬ সালে সেরা চিত্রনাট্যের পুরস্কার জেতে তার সিনেমা ‘আ সেল্ফ মেইড হিরো’। ২০০৯ সালে তার ‘আ প্রফেট’ জিতে নেয় কানের জুরি গ্র্যান্ড প্রাইজ।
ওদিকে তাইওয়ানের নির্মাতা হৌ জিয়াও-জিয়েন তার ‘নিয়ে ইনিয়্যাং’ সিনেমার জন্য জিতেছেন সেরা পরিচালকের খেতাব। এটি ছিল সপ্তমবারের মতো তার কান অন্তর্ভুক্তি। এর আগে ১৯৯৩ সালে তিনি জুরি প্রাইজ জিতেছিলেন ‘দ্য পাপেটমাস্টার’- এর জন্য। ২০০১ সালে ‘মিলেনিয়াম মাম্বো’-এর জন্য টেকনিকাল গ্র্যান্ড প্রাইজ অর্জন করেন তিনি।
কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি জিতে নিয়েছে হাঙ্গেরিয়ান নির্মাতা লাজলো নেমেসের সিনেমা ‘সন অফ সল’। জুরি প্রাইজ অর্জন করেছে গ্রিকপরিচালক ইয়োর্গোস লান্থিমোসের প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য লবস্টার’। ডার্ক রোমান্টিক ঘরানার সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনগুলোতে বেশ আলোড়ন তুলেছিল। তৃতীয় সম্মানজনক পুরস্কার কামেরা দ’র অর্জন করেছেন সিজার আগুস্তো আচেবেদো, তার সিনেমা ‘লা তিয়েরা ই লা সোম্ব্রে’-এর জন্য।
সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন ভিনসেন্ট লিন্ডন, ফরাসি সিনেমা ‘লা লুয়া দ্যু মার্শ’-এর জন্য। ওদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে অর্জন করেছেন রুনি মারা (ক্যারল) এবং ইমানুয়েল বেরখো (মোহ রোয়া)।
সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছেন মেক্সিকান নির্মাতা মিশেল ফ্রাঙ্কো, তার ‘ক্রনিক’ সিনেমাটির জন্য। সেরা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এলি ড্যাগারের ‘ওয়েভস নাইন্টি এইট’।