মৌলভীবাজারে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২০০তম শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২০০তম শাখার উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। আজ ২৪ মে রোববার দুপুরে কেক ও ফিতা কেটে জেলা শহরের সিলেট রোডে বড়হাট এলাকায় এ শাখার উদ্বোধন করা হয়।
শাখা উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজজামান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দু’টি সিএনজি চালিত অটোরিকশা ব্যাংকের দু’জন গ্রাহককে ঋণ হিসাবে দেয়া হয়েছে। মন্ত্রী দু’জন ঋণ গ্রহীতার হাতে আটোরিকশা দুটির চাবি হস্তান্তর করেন।