জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০১৫, ১০:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট-তামাবিল-জাফলং সড়কের দরবস্ত ইউনিয়নের দিখীরপার নামক স্থানে ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। গতকাল ২৩ মে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র তরিকুল ইসলাম (১০) উত্তর কাঞ্জর গ্রামের আব্দুন নুর মিয়ার পুত্র ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে তরিকুল তার পিতার সাথে হরিপুরে এলাকায় আত্মীয় বাড়িতে যাবার জন্য দিঘীরপার নামক স্থানে রাস্তায় পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় সিলেট থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ঠ-১১০৫৯৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এই ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে রাখেন। এসময় রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনার প্রেক্ষিতে জনতা অবরোধ তুলে নেয়।
ঘাতক ট্রাকটি আটক করে দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের হেফাজতে রাখা হয়েছে।