সুনামগঞ্জে সাগরপথে মানবপাচারের সঙ্গে জড়িত দালালকে আটক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাগরপথে মানবপাচারের সঙ্গে জড়িত সুনামগঞ্জের এক দালালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে দক্ষিণ সদর উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাড়ি থেকে আবুল কাশেম (৫০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, সুনামগঞ্জের তিন উপজেলার ১৩ দালালকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। শুক্রবার গভীর রাতে আবুল কাশেম নামের একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।