সুনামগঞ্জে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৫, ৭:৩৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৩ মে শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মহাসিং নদীর ডাবর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে উপজেলার মহাসিং নদীতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জের সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।