বড়লেখায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫, ৪:৫৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপি’র আতুয়া নামক স্থানে বড়লেখালাতু-জলঢুপ সড়ক সংলগ্ন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম এলাকার ও বড়লেখার সুনাই নদীর পাড়ে আতুয়া এলাকায় গতকাল ২১ মে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করছে।
স্থানীয় আলীগ নেতা আব্দুল খালিকের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকতা সৈয়দ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুত ভূষণ পাল, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উত্তর শাহবাজপুরের আকবর আলী, তালিমপুরের সুনাম উদ্দিন, মুড়িয়া ইউপি সদস্য আব্দুল মতিন প্রমুখ।