পঞ্চগড়ে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারী, শিশুসহ ছয়জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০১৫, ২:৫৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পঞ্চগড় সদর উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজনই পরস্পরের আত্মীয়।
আজ ২২ মে শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে চারমাইলের জগদল এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা আরেক শিশু আহত হয়েছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, নিহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম রসুল জানান, অটোরিকশার চালকও এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আমিরুল ইসলাম (৩৬), তার স্ত্রী জেসমিন (২৫), তাদের মেয়ে অর্পি (৬), তাদের আত্মীয় দশম শ্রেণির ছাত্র মনির এবং আমিরুলের চাচাতো ভাই অটো চালক মোস্তাফিজুর রহমান (৩০)।
এদের সবার বাড়ি সাতমেড়া ইউনিয়নের জামুরিবাড়ি গ্রামে।
নিহত আরেক নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিশুটির পরিচয়ও জানাতে পারেনি পুলিশ। তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য গোলাম রসুল জানান, নিহত আমিরুল পরিবারের সদস্যদের নিয়ে ভাইয়ের অটোরিকশায় করে জামুরি বাড়ি থেকে শহরের মসজিদ পাড়ায় তাদের আত্মীয় মীরগড় হাইস্কুলের সহকারী শিক্ষক মকবুলার রহমানের বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোমিনুল জানান, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী ট্রাকটি বেপরোয়া গতিতে এসে সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়।
দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।