নিখোঁজের ৩দিন পর কমলগঞ্জে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০১৫, ১২:৫৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ি থেকে ৩ দিন ধরে নিখাঁজ হওয়ার পর লাঘাটা নদীতে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গত ১৬ মে শনিবার থেকে পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের সানোয়ার মিয়ার মা রমিজা বিবি (৭৫) নিখোঁজ হওয়ার পর সন্ধান চেয়ে মাইকিং করার ৩দিন পর গতকাল ১৯ মে মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ধূপাটিলা গ্রামের অদুরে লাঘাটা নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
জানা যায়, শনিবার বিকালে ধুপাটিলা গ্রামের সানোয়ার মিয়া তার মা রমিজা বিবি হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সর্বত্র সন্ধান চেয়ে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় গ্রামবাসীরা লাঘাটা নদীতে নিখোঁজ বৃদ্ধার লাশ ভাসতে দেখেন।
পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিমের মাধ্যমে ভাসমান লাশের বিষয়টি কমলগঞ্জ থানাকে অবহিত করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান ঘটনাটি জানেন না বলে জানান। তবে তিনি বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।