সুনামগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫, ২:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জ সদর উপজেলায় ৫ বস্তা মদসহ দুলাল মিয়া (২৫) ও ইউনুছ মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব-৯) সদস্যরা।
গত ১৮ মে সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নারায়ণতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়। তারা একই গ্রামের বাসিন্দা।
সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন মাদকদ্রব্যসহ ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ বস্তা অফিসার্স চয়েস মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।এর আগে দুপুরে সুনামগঞ্জ শহরের নবীনগর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আরজ আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
আরজ আলী ছাতক উপজেলার জাউয়াবাজার বড়কাপন গ্রামের কলমধর আলীর ছেলে।