কস্বোডিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ২১ জন পোশাক শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০১৫, ৭:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কস্বোডিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্ততপক্ষে ২১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির এসভেই রেইঙ্গ প্রদেশের ক্যামপঙ্গ রো জেলায় এই দুর্ঘটনা ঘটে ।
পুলিশ জানিয়েছে, দুটি যানই বিপরীত দিক থেকে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের সবাই পোশাক শ্রমিক। তারা ট্রাকে করে যাচ্ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম ক্যাম্বোডিয়া এক্সপ্রেস নিউজ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি পোনম পেন থেকে ভিয়েতনামের দিকে যাচ্ছিল।
বাসটি বেপরোয়া গতিতে অন্য গাড়িগুলোকে ওভারটেক করছিল। আর এ কারণেই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।