কমলগঞ্জে কুরবান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৫, ১:৫৮ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৗলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে কুরবান আলীকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে পরিবার ও স্থানীয়রা মানববন্ধন পালন করেছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় কুরমা চা বাগানের বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত কুরবান আলীর ভাই শামছু্িদ্দন আহমদ জানান, গত বছরের ৩১ জুলাই কুরবান হত্যার ৩দিন পর ভাড়াউড়া চা বাগান থেকে টুকরো করা লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ। পরে জিআরপি থানা পুলিশ বেওয়ারিশ লাশ বলে মৌলভীবাজারে দাফন করে। তার ভাইকে অনেক খুঁজাখুজির পর হত্যার আলামত দেখে লাশ শনাক্ত করে অপমৃতে্যু মামলাকে পূর্ণাঙ্গ হত্যা মামলায় পরিণত হয়। চিহ্নিত হত্যাকীদেরকে আইনের আওতায় নিয়ে ফাঁসির দাবি জানানো হয়।