কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০১৫, ১:৪৯ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও রেলস্টেশন এলাকায় আন্তঃনগর পারাবত ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (২৫) মৃত্যু হয়েছে। গত ১৬ মে শনিবার রাতে তার লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও জিআরপি সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত ট্রেনটি কুলাউড়ার টিলাগাঁও স্টেশন অতিক্রমকালে অজ্ঞাত ওই যুবক রেল লাইনের উপর শুয়ে পড়ে। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিল। শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ রাত ১০ টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ইফতেখার আলম চৌধুরী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।