আলহাজ হাফিয সাব্বির আহমদ
উর্ধ্বাকাশে পরিভ্রমণের পথ দেখিয়েছে মেরাজ
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৫, ১:৩৫ অপরাহ্ণ
লন্ডন সংবাদদাতা
সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের পরিচালক ও সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, মেরাজ আল্লাহর রাসুলের মুজেজা সমূহের মধ্যে সর্বশ্রেষ্ট মুজেজা। মেরাজের পবিত্র রজনীতেই আল্লাহ তাঁর হাবীবের সাথে সাক্ষাৎ আলাপ-আলোচনা করেছিলেন। এ রাতেই তাঁর উম্মতদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ট শৃঙ্খলাবদ্ধ ইবাদত নামাজ নিয়ে এসেছিলেন ।
তিনি আরো বলেন, আল্লাহর রাসুলের মেরাজ বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করেছে। বৈজ্ঞানিকদের উর্ধ্বাকাশে পরিভ্রমণের পথ দেখিয়েছে। প্রায় সাড়ে চৌদ্দশ বছর পরে যে বিষয়টি বিজ্ঞান দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহর রাসুলের এ সমস্থ সকল কিছুই বলে ও করে গেছেন। স্বশরীরে মেরাজকে কেউ অস্বীকার করলে ঈমান থাকবে না।
সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে গত বৃহস্পতিবার কভেন্টির পিজা প্লানেট ভবনে ‘মেরাজ ও বিজ্ঞান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ হাফিয সাব্বির আহমদ একথাগুলো বলেন।
সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের পরিচালক আলহাজ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. নাসিম খান, আমিন খান, কামরুল হাসান, গোলাম হাফিয, হাসান খান প্রমুখ।