যানবাহন চলাচলে ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫, ৬:৩৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জ-বানিয়াচং সড়কটি দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলা সদরের সাথে বানিয়াচং উপজেলা সদরের যোগাযোগ রক্ষাকারী ১২ মাইল দীর্ঘ এ সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন।
বর্তমানে সড়কের কালারডোবা, আতুকুড়া, সুনারু ও ভাটিপাড়া এলাকায় ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়া ছাড়াও কোন কোন স্থানে তা ভাঙনের মুখে পড়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলি পানিতে পূর্ণ হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। সড়কের কয়েকটি ব্রিজও জরাজীর্ণ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য যাত্রী বিভিন্ন ধরনের যানবাহনে করে এ সড়কে চলাচল করছেন।
সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কারের কাজ হাতে নেয়। এজন্য ৭ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু নানা টালবাহানার কারণে সংশ্লিষ্ট ঠিকাদার বিলম্বে কাজ শুরু করে। এ মাসের মধ্যেই সংস্কার কাজ শেষ হবার কথা থাকলেও সরেজমিনে কাজের নিম্নমান ও শ্লথগতি লক্ষ্য করা যায়।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বৃষ্টির কারণে সংস্কার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে পরিকল্পনা অনুযায়ী সড়কের সংস্কার কাজ মানসম্মতভাবে যাতে শেষ করা যায় সে ব্যাপারে তিনি সচেষ্ট রয়েছেন।