১৫ জুন সিলেটের ১১টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নারী সদস্য পদে নির্বাচন
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫, ৪:৪৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের ১১টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নারী সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ১৫ জুন ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গতকাল ১৩ মে বুধবার এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী ২১ মে মনোনয়ন দাখিলের শেষ দিন। ২৩ মে মনোনয়ন বাছাই, ৩০ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নারী সদস্য পদে নির্বাচনে প্রার্থীদের রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে।
সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, গোলাপগঞ্জ, জৈন্তাপুর, বিয়ানীবাজার ও কানাইঘাটে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মামলা সংক্রান্ত জটিলতার কারণে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে না।
সিলেট জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ সংরক্ষিত আসনে নারী সদস্য নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।