লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫, ৪:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
লালমনিরহাট জেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে। নিহতের নাম অন্তর ইসলাম (২৭)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে কলোনিপাড়ার আমিনুর ইসলামের ছেলে।
বুড়িমারী বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের গরু ব্যবসায়ীদের আহ্বানে সেখানে গিয়ে গরু কিনে ফিরছিলেন। ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহলদল ভারতের অভ্যন্তরেই গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে, এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধ হয় আরো এক বাংলাদেশী গরু ব্যবসায়ী। তাকে সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সেই সঙ্গে গুলি করে বাংলাদেশিকে হত্যার কারণও জানতে চাওয়া হয়েছে।