চট্টগ্রাম বন্দর থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫, ৬:১৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাঁচ লাখ পিস ইয়াবাসহ বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রাম বন্দর থেকে সাতজনকে আটক করেছে র্যাব। তারা হলেন- লক্ষ্মীপুরের আলেকজান্ডার থানার হান্নান (৪০), লোকমান (৩৩) ও ওলিউল্লাহ (২১), কমলনগর থানার রাসেল (৩০) ও রিয়াজ (১৯), চট্টগ্রামের বাকলিয়া থানার ইলিয়াস (১৮) এবং ভোলার চরকমল থানার ওসমান মিয়া (২০)।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের র্যাব-৭ কার্যালয়ে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার ভোররাতে এমটি হেনা নামের একটি শিপিং ট্রলার থেকে এগুলো জব্দ করা হয়। ইয়াবার দাম প্রায় ২০ কোটি টাকা।
র্যাব দাবি করছে, এটি চট্টগ্রামে এ পর্যন্ত আটক হওয়া সবচেয়ে বড় চালান। এর আগে ২০১২ সালে ২ লাখ ৭৫ তার হাজার পিস ইয়াবা উদ্ধার করেছিল র্যাব-৭।
ইয়াবার চালানটি মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হয়েছিল জানিয়ে র্যাব অধিনায়ক বলেন, আটক ব্যক্তিরা ট্রলারের মাঝিমাল্লা। তারা ইয়াবা বহন করছিলেন। আটককৃতদের চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।