রাজনগর উপজেলা চেয়ারম্যান ‘শের-এ-বাংলা স্বর্ণ পদক’র জন্য মনোনীত
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৫, ৮:০৯ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছকির খান ‘শের-এ-বাংলা স্বর্ণ পদক’র জন্য মনোনীত হয়েছেন। সফল উপজেলা চেয়ারম্যান হিসেবে শের-এ-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের জুড়ি বোর্ড তাকে মনোনীত করে। মঙ্গলবার এক পত্রের মাধ্যমে তাঁকে বিষয়টি জানানো হয়।
রাজনগর উপজেলা জেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছকির খান ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। রাজনগর উপজেলার সফল চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য ‘শের-এ-বাংলা স্বর্ণ পদক’র জন্য পরিষদের জুড়ি বোর্ড তাকে মনোনীত করে।
আগামী ২৫ মে বিকাল সাড়ে ৪টার সময় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি প্রফেসর গোলাম মওলা।
সাবেক তথ্য সচিব শের-এ-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।