সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০১৫, ১২:৫২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে ঝুনু সরকার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ ১৩ মে বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের হালির হাওর এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত সুবল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে কৃষক ঝুনু সরকার নোয়াপাড়া গ্রামের পাশের হাওরে ধান আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।