কানাইঘাটে বাস দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২৫
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫, ৫:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় এক যুবক নিহত ও অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেশ কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলা সদর থেকে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০০৩৪) সিলেট যাবার পথে কানাইঘাট উপজেলার ছত্রনগর গ্রামের তেতইর তলে পৌঁছুলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে পিষ্ট হয়ে সুধাংশু বিশ্বাস (৩০) নামে এক পথচারী প্রাণ হারান।
নিহত সুধাংশু বিশ্বাস কানাইঘাটের রাজপুর পূর্ব গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক।
এই ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহত কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সড়কের বাজার আজাদ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেন। তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দুর্ঘটনার সত্যতা স্বীকার করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, বাস দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।