কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার
রাজনগরে ভ্রাম্যমাণ আদালতে ১জনের ৬ মাসের সাজা
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫, ১১:১৪ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সাঁট মুদ্রক্ষরিক ইক্তার আলী জানান, রাজনগরু উপজেলার পুরাতন থানার পুকুরে বেশ কিছু দিন থেকে দক্ষিণ গড়গাঁও গ্রামের জব্বার উল্লার ছেলে কেনান মিয়া (৫০) নামে এক ব্যক্তি কারেন্ট জাল দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার আসছে। এ ছাড়াও সে থানা এলাকায় বিভিন্ন অবৈধ কাজ এবং গাছের ফল বিক্রি করে আসছিল। গতকাল ১০ মে রবিবার রবিবার বিকালে রাজনগর থানার পুলিশ তাকে আটক করে। পরে সন্ধ্যায় রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্নার কার্যালয়ে নিয়ে গেলে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ধারা-৫’ অনুযায়ী ভ্রাম্যমান আদালতে শুনানি শেষে তাকে ৬ মাসের বিনাশ্রাম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেন। তার কাছ থেকে ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুর রহমান সিদ্দিকি বলেন, রাজনগর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ মাসের সাজা দেন।