ইন্দোনেশিয়া উপকূল থেকে ৫০০ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ মে ২০১৫, ৬:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচে প্রদেশের উপকূল থেকে প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। জাকার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ প্রধান স্টিভ হ্যামিলটন গতকাল রোববার জানিয়েছেন, উদ্ধার হওয়া রোহিঙ্গা মুসলমানদের মধ্যে বেশ কিছু নারী এবং শিশুও রয়েছে। দু’টি নৌকায় করে সাগরের অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছিল মিয়ানমারের নির্যাতিত জনগোষ্ঠীর এসব মানুষ। হ্যামিল্টন জানান, একটি নৌকায় ছিল ৪৩০ জন এবং অন্যটিতে ৭০ জন রোহিঙ্গা ভ্রমণ করছিল। উদ্ধার হওয়া অভিবাসীদের অনেকেরই স্বাস্থ্যসেবা প্রয়োজন বলে হ্যামিল্টন জানান।
মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীরা উগ্র বৌদ্ধদের পাশাপাশি সরকারি নিরাপত্তা বাহিনীর চরম নির্যাতন-নিপীড়নের শিকার। অত্যাচার ও গণহত্যা থেকে বাঁচতে প্রায় এক লাখ রোহিঙ্গা মুসলমান দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জনগোষ্ঠী হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা। ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর থেকেই তারা অত্যাচার, নির্যাতন, বঞ্চনা, গণহত্যা ও বৈষম্যের শিকার হচ্ছেন। দেশ থেকে পালিয়ে তারা বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পড়ি জমিয়েছেন।
মিয়ানমার সরকার দেশটির ১৩ লাখ রোহিঙ্গা মুসলমানকে নাগরিকত্ব দেয়নি। এ ছাড়া, তাদের বিয়েশাদি, অর্থনৈতিক লেনদেনসহ প্রায় প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ঠেকাতে ব্যর্থতার জন্য মিয়ানমার সরকারকে দায়ী করছে।