রাজনগরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০১৫, ৭:০৪ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে রাজনগর থানার পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান, ২টি কার্তুজ ও ২টি ধারারো দা উদ্ধার করা হয়েছে। আজ ১০ মে রবিবার ভোর রাত ৪টার দিকে উত্তরভাগ ইউনিয়েনের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার নোয়াটিলা গ্রামের নিজাম ইদ্দীনের ছেলে টুনু মিয়া বেশ কয়েকবছর ধরে রাজনগর, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় ডাকাতি করে আসছে। তার বিরুদ্ধে রাজনগরসহ বিভিন্ন থানায় ৫-৬টি মামলা রয়েছে। গত ৪ মে সোমবার রাতে বিয়েতে রাজি না হওয়ায় কামালপুর গ্রামের এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই রাতেই কিশোরীকে তার বাড়ি থেকে উদ্ধার করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশও তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল।
আজ ১০ মে রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে ডাকাতির প্রস্তুতির সময় তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান, ২টি কার্তুজ ও ২টি ধারারো দা উদ্ধার করা হয়।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী বলেন, এক কিশোরীকে অপহরনের পর থেকে পুলিশ তাকে খুঁজছিল। রবিবার ভোর রাতে আগ্নেয়াস্ত্র, গুলি ও দা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।