শেরপুরে গাড়ি চাপায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ৭:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শেরপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পিটুয়া নামক স্থানে গাড়ি চাপায় যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা যায়, পিটুয়া নামক স্থানে রাত সাড়ে ১২ টার দিকে বিকট একটি শব্দ শুনে আশপাশের লোকজন রাস্তার পাশে গেলে দেখতে পান এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয় লোকজন শেরপুর হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরণে ছিল একটি সাদা হাফশার্ট ও বাদামী রঙের প্যান্ট। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোন গাড়ির চাপায় ঐ ব্যক্তি মৃতুবরণ করেছেন।
শেরপুর হাইওয়ে থানার এসআই শাহ আলম জানান, লাশটি ময়না তদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে