রাজনগরে পান দোকানে গাঁজা বিক্রির সময় হাতেনাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ১১:১৯ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মুন্সিবাজারের একটি পান-সুপারির দোকান থেকে গাঁজা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের বাজিদ মিয়ার ছেলে তছকির মিয়া (৩৫) ও নয়াটিলা গ্রামের অলিদ বৈদ্যর ছেলে শ্রী কর বৈদ্যের (৩৮) দুটি পান-সুপারির দোকান রয়েছে মুন্সিবাজারে। দোকানগুলোয় উভয়ে পান-সুপারির আড়ালে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেছে।
আজ শনিবার উভয়কে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, এদের বিরুদ্ধে পৃথক মামলা দেয়া হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।