রাজনগরে কৃষকদের নিয়ে ৫ দিনব্যাপী কর্মশলা
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ১২:৩৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৪০ জন কৃষকের অংশগ্রহণে আজ ৯ মে শনিবার ‘অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে ডাল, তেল ও মসলা জাতীয় ফসল উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিআরডিবির উপপরিচালক মুহাম্মদ বুরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল্লাহ খান।
প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে ৪% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়। ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা বুধবার শেষ হবে।