মৌলভীবাজারে পারমিট বিহীন পাওয়ার টিলারের বেপরোয়া চলাচল, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ৯:০৭ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন ::
মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জসহ বিভিন্ন উপজেলার ব্যস্ত রাস্তায় অবৈধ ও পারমিট বিহীন পাওয়ার টিলার ও ইট ভাঙার গাড়ি বেপরোয়াভাবে চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গ্রাম ও শহরের রাস্তায় চলাচলগামী সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীরা প্রতিনিয়ত শিকার হচ্ছেন দুর্ঘটনার। সকাল থেকে রাত পর্যন্ত প্রকাশ্যে এসব পাওয়ার টিলারের মাধ্যমে ব্যস্ততম স্থানীয় বাজারগুলোতে প্রবেশ করে মালামাল পরিবহন করলেও চোখে পড়ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ।
জানা যায়, কুলাউড়া উপজেলার পীরের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কে ৬ মে বুধবার সকাল ৯টার সময় একটি অবৈধ ট্রলির ধাক্কায় পীরেরবাজার জামেয়া মহসিনিয়া মাদ্রাসর ছাত্রী ছমিরুন বেগম (১৩) গুরুতর আহত হন। সে বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত মাদ্রাসার ছাত্রী ছমিরুন বেগম হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের কলিম মিয়ার মেয়ে। এ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেন অত্র মাদ্রার শিক্ষক মাওলানা শামসুদ্দিন আহমদ।
এভাবে প্রতি বছর যে কোন স্থানে দুর্ঘটনায় মারা যাচ্ছেন সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীরা। আগে কেবলমাত্র কৃষি জমিতে হাল চাষে ব্যবহারের জন্যই ক্রয়কৃয় করা হতো পাওয়ার টিলার। কিন্তু বর্তমানে পাওয়ার টিলারের সাথে মালামাল পরিবহনের জন্য যুক্ত করে হাটবাজারে অবাধে চলাচল করছে। এসব অবৈধ পরিবহন কুলাউড়া ও কমলগঞ্জের গ্রাম্য ও শহরের ব্যস্ত সড়কে প্রতিনিয়ত গাছ, রড সিমেন্ট, ইট, বালু, ডেকোরেটারের মালামালসহ বিভিন্ন প্রকার মালামাল পরিবহন করছে।
রাস্তায় এসব পাওয়ার টিলার চলাচলে নেই আইনী কোন অনুমতি। পাওয়ার টিলার চলাচলের সময়ে মালামাল পরিবহনকালে তার বিকট শব্দে জনসাধারণের ভোগান্তি ও পরিবেশের দূষণের সাথে সাথে দুর্ঘটনায় মানুষও মারা যাচ্ছে।
রাস্তায় চলাচলকৃত অবৈধ এসব পাওয়ার টিলারের কারণে শমশেরনগর ও ভানুগাছ বাজার চৌমুহনায় প্রায়ই ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব যানবাহন চলাচলে কোন নিয়ন্ত্রণ না থাকায় অবৈধ পাওয়ার টিলার ও ইট ভাঙ্গার যান বেপরোয়াভাবে চলাচলে জন জনজীবন হুমকির মুখে পড়েছে।
কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পাওয়ার টিলারে মালামাল পরিবহন ও ইট ভাঙার যানের এভাবে বেপরোয়াভাবে চলাচল সম্পূর্ণরুপে বেআইনী। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে।