কমলগঞ্জে নিজ গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান বিচারপতির
প্রকাশিত হয়েছে : ৯ মে ২০১৫, ৫:৩২ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন, কমলগঞ্জ ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে নিজ গ্রাম তিলকপুরের রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবণ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ।
গতকাল ৮ মে শুক্রবার বিকেল ৫টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, জনস্বার্থে মুনাফা কম করে গুনগত মাণ রেখে ভালভাবে ভবন নির্মাণ করতে হবে। ভূমিকম্প ঝূঁকির কথা ও কোমলমতি শিশুদের কথা ভেবে ভিত্তি মজবুত করে ভবন নির্মাণ করা উচিত। যে বিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি প্রধান বিচারপতি হয়ে আজ এ বিদ্যালয়ের নতুন দ্বি-তল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উন্মোচন করলাম। এটি আজ আমার জীবনের স্মরণীয় দিন।
ফলক উন্মোচন শেষে নির্বাহী হাকিম শ্যাম কান্ত সিনহার পরিচালনায় ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্দ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ শেষে স্বাগত বক্তব্য রাখেন রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচারনা কমিটির সভাপতি রাজকান্ত সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ও মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।
প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৫১ লাখ ৪২ হাজার ৩৫০ টাকা ব্যয়ে রানীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে।