পাকিস্তানে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় দুই রাষ্ট্রদূতসহ ছয়জন নিহত
প্রকাশিত হয়েছে : ৮ মে ২০১৫, ১২:৫৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাকিস্তানে আজ শুক্রবার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নরওয়ে ও ফিলিপাইনের রাষ্ট্রদূতসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের দুই পাইলট এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের স্ত্রীরা রয়েছেন। এ ছাড়া, পোল্যান্ড ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
তিন হেলিকপ্টারের বহরে করে গিলগিট-বালতিস্তানে কূটনীতিবিদ ও তাদের সহযোগীদের নিয়ে যাওয়ার পথে একটি হেলিপকপ্টার এ দুঃখজনক দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এ খবর দিয়েছে।
নালতার উপত্যকার একটি বিদ্যালয়ের ওপর হেলিকপ্টারটি আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনা কবলিত এম-১৭ হেলিকপ্টারে ১১ জন বিদেশি ও ৬ জন পাকিস্তানি আরোহী ছিল।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের গিলগিট পরিদর্শন এবং দু’টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে কূটনীতিবিদ ও তাদের সহযোগীদের এ সফরের আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মসূচি বাতিল করেন নওয়াজ। এ মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।
দুর্ঘটনায় আহতদের বিমান যোগে গিলগিট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সব ধরনের চিকিৎসা সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। হেলিকপ্টার দুর্ঘটনার কোনো কারণ এখনো জানানো হয়নি।