উৎপাদন খরচের ১৫ গুণ দামে বিক্রি হচ্ছে নেজল ড্রপ
প্রকাশিত হয়েছে : ৫ মে ২০১৫, ১১:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ঠান্ডাজনিত রোগে নাক বন্ধের প্রতিকার হিসেবে ব্যবহার হয় ‘নেজল ড্রপ’। সোডিয়াম ক্লোরাইডসমৃদ্ধ এ ওষুধ বাজারে বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। সংশ্লিষ্টরা জানান, ১০-২৫ মিলিগ্রামের একটি ড্রপ তৈরিতে খরচ পড়ে ৫৩ পয়সা থেকে ১ টাকা। অথচ বাজারে তা বিক্রি হচ্ছে ১৫-২৫ টাকায়। এক্ষেত্রে উৎপাদক প্রতিষ্ঠানগুলো অতি মুনাফা করছে, ঠকছেন ভোক্তারা।
বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ২৫ মিলিগ্রামের নেজল ড্রপ তৈরিতে নয় মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড বা লবণ ব্যবহার হয়। বাকি অংশ পানি। অপসোনিন ফার্মাসিউটিক্যালসের অপসো স্যালাইনের নাকের ড্রপের ব্র্যান্ড ‘নরসল’। ২৫ মিলিগ্রামের এ ড্রপের উৎপাদন খরচ ১ টাকা ৩ পয়সা। অথচ তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। একইভাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১০ মিলিগ্রাম ‘সোলো’ ড্রপ বিক্রি হচ্ছে ১৫ টাকা এবং পপুলার ফার্মার ১০ মিলিগ্রামের ‘এন-সল’ ড্রপ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকায়।
নাকের ড্রপ অস্বাভাবিক দামে বিক্রির বিষয়ে জানতে চাইলে অপসো স্যালাইনের উৎপাদন নির্বাহী এমএম সুলতান জানান, নরসল ড্রপের প্যাকেজিংয়ের মূল্য বেশি। এছাড়া বিপণন ও আনুষঙ্গিক ব্যয় হিসাব করে দাম নির্ধারণ করা হয়। তবে দাম বাড়ানোর আগে ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন নেয়া হয়েছে বলে জানান তিনি।
পুরান ঢাকার পাইকারি ওষুধ ব্যবসায়ী মেসার্স সাফিন ড্রাগ হাউজের স্বত্বাধিকারী সফিন আহমেদ জানান, এক বছর আগেও প্রতিটি নরসল ড্রপের দাম ছিল ১০ টাকা। বর্তমানে তা ২০ টাকায় বিক্রি হচ্ছে। কোম্পানিগুলো দাম বাড়ানোর কারণে তারাও বেশি দামে বিক্রি করছেন।
শিশু বিশেষজ্ঞ রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সফিকুল ইসলাম জানান, যেসব শিশুর নাক বন্ধ থাকে, তাদের জন্য এ ড্রপ ব্যবহার করা হয়। মূলত নাকের ময়লা দূর করতে এবং নিঃশ্বাস স্বাভাবিক রাখতে সোডিয়াম ক্লোরাইডসমৃদ্ধ নেজল ড্রপ অত্যন্ত কার্যকরী। নবজাতক শিশুদের শতভাগই সোডিয়াম ক্লোরাইডসমৃদ্ধ নাকের ড্রপ ব্যবহার করে। এছাড়া তিন মাস থেকে এক বছর বয়স পর্যন্ত শিশুদের প্রায় ৯৫ শতাংশ এ ড্রপ দেয়া হয়। অতিপ্রয়োজনীয় ওষুধটির দাম সহনীয় পর্যায়ে রাখা প্রয়োজন বলে তিনি জানান।