কুলাউড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫ মে ২০১৫, ৯:৪২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় নিষিদ্ধ ১৯১ বোতল কুরেক্সসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আজ ৫ মে মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরিফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটকৃত মাদক ব্যবসায়ী ফখরুন মিয়া (৪০) একই গ্রামের মৃত মোখলেছ মিয়ার ছেলে।
জানা যায়, ফরুন মিয়া দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। ভোরে তিনি মাদকদ্রব্য নিয়ে সঞ্জবপুর গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। এ সময় ভারতীয় নিষিদ্ধ ১৯১ বোতল কুরেক্সসহ ফরুন মিয়াকে আটক করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।