জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলামকে হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ৫ মে ২০১৫, ৬:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জয়পুরহাটে স্বেচ্ছাসেবক লীগ জেলা সহ-সভাপতি সিরাজুল ইসলামকে হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।
আজ ৫ মে মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলো- তসলিম উদ্দিন (৩২), ফরহাদ হোসেন (২৮), সাফিন (২৩) ও হায়দার আলী (৩২)। আদালত অন্য পাঁচজন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
তাঁদের মধ্যে প্রথম দুজন পলাতক ও পরের দুজন হাজতে রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার তেঘর বিশা গ্রামের চারমাথা এলাকায় বাবার চায়ের স্টল ছিলেন সিরাজুল। এ সময় সন্ত্রাসীরা স্টলটি ঘিরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। এর পর এ ঘটনায় ওই রাতেই সিরাজুলের বাবা মজিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। পুলিশ ১৩ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেন। রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১৬ জন।
এ মামলার ১৩ জন আসামির মধ্যে তিনজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ও একজন সন্ত্রাসীদের হাতে বিভিন্ন সময়ে নিহত হন।