কমলগঞ্জে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০১৫, ৪:৫৯ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয় ও সফাত আলী সিনিয়র মাদ্রাসার স্নাতক পর্যায়ের ১৬৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৪৯০০ টাকা করে ৮ লক্ষ ৮৫ হাজার টাকা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে কমলগঞ্জ গণমহাবিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি বিতরণ করা হয়।
কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞার সভাপতিত্বে উপবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম প্রমুখ।
প্রভাষিকা নাসরিন জয়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাধা কান্ত মোহান্ত, শিক্ষার্থী সুমা আক্তার ও নাজিম উদ্দিন প্রমুখ।
কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে স্নাতক (পাশ) ১৪০ জন শিক্ষার্থী ও সফাত আলী সিনিয়র মাদ্রাসার সমমান ২৫ জন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।