রাজনগরে ৪৪ বছর পর সরকারের নিয়ন্ত্রণে টেংরা পশুরহাট
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০১৫, ১২:৪০ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরাবাজারের গরুর হাট ৪৪ বছর পর সরকারের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। এনিয়ে আদালতে মামলা চলার পর জেলা প্রশাসকের নির্দেশে ওই বাজার থেকে গতকাল ৩ মে রোববারই প্রথম রাজস্ব আদায় করে সহকারী কমিশনারের কার্যালয়।
জানা যায়, রাজনগর উপজেলার টেংরা ইউনিয়েনের টেংরাবাজারের পশুরহাট অর্ধশত বছরের পুরনো। এ পশুর হাটের মালিকানা সরকারের হলেও এ নিয়ে ১৯৮২ সালে দেবোত্তর মালিকানা দেখিয়ে এর সেবায়েতরা আদালতে মামলা করেন। এনিয়ে দীর্ঘ ৩২ বছর বেশ কয়েকটি মামলা চলার পর গত বছরের ১৫ মে ২১২৮/২০১৩ নং রিট পিটিশিনের উপর হাইকোর্ট ১৯৫১ খ্রিস্টাব্দের টেনেনসি রোল অনুযায়ী রায় প্রদান করেন। এ রায়ের আলোকে মৌলভীবাজার জেলা প্রশাসন টেংরাবাজার পশুরহাট নিয়মিত ইজারা কার্যক্রমের আওতায় এনে ইজারা প্রদানের জন্য রাজনগর উপজেলা কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়। ওই পত্রে আলোকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না গত ৩০ এপ্রিল ৫০৪ নং স্মারেকে এক পত্রের মাধ্যমে কামারচাক ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাকে খাস কালেকশনের মাধ্যমে টোল আদায়ের নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে গত ৩ মে রবিবার ৪৪ বছর পর সরকারের নিয়ন্ত্রণে রাজস্ব আদায় করা হয়। ইউনিয়ন ভূমি অফিস ওই বাজার থেকে একদিনে ১৯ হাজার টাকা টোল আদায় করে।
উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানোনগো শ্রীপদ দেব বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে সরকারি নিয়ম অনুযায়ী খাস কালেকশনের মাধ্যমে টোল আদায় করা হয়েছে।
এব্যাপারে উপজেরা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না বলেন, এ বাজার নিয়ে দীর্ঘ দিন মামলা চলায় ইজারা বন্দোবস্ত দেয়া সম্ভব হয়নি। এতে সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ইজারা বন্দোবস্ত দেয়ার পূর্বে খাস কলেকশনে টোল আদায় করা হয়।