মন্ত্রিসভায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইনের খসড়া অনুমোদন
প্রকাশিত হয়েছে : ৪ মে ২০১৫, ৮:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন-২০১৫ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ ৪ মে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক সভায় এ অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেইন ভূইঞা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, পারমাণবিক বিদ্যু কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ‘ নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি অব বাংলাদেশ’ শীর্ষক এক প্রস্তাবেরও অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিপরিষদের এ সভায়।
তিনি আরো জানান, পারমাণবিক বিদ্যু কেন্দ্র স্থাপনে পাঁচ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ১ হাজার ৮৭ কোটি ৮১ লাখ টাকা আর রাশিয়া সরকার দেবে চার হাজার কোটি টাকা।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বাংলাদেশের পাঁচ দশকেরও বেশি সময়ের স্বপ্ন। এ লক্ষ্য পাবনার রূপপুরে একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্দেশে প্রায় চার দশক আগে জমি অধিগ্রহণও করা হয়। কিন্তু এরপর থমকে যায় কাজ। বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর আবার এই বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ২১ মে বাংলাদেশ ও রাশিয়া সরকারের মধ্যে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত সহযোগিতা চুক্তি সই হয়। পরবর্তীতে ২০১১ সালের ২ নভেম্বর রাশিয়ার সঙ্গে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সংক্রান্ত সহযোগিতা চুক্তি হয়।
২০১৩ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে রাশিয়ান ফেডারেশন কর্তৃক স্টেট ক্রেডিট প্রদান সংক্রান্ত একটি চুক্তি ও একটি পৃথক সমঝোতা স্মারক সই হয়।