রাজনগরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০১৫, ১০:২৫ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ ৩ মে রবিবার দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর ইউনিয়নের গোবিন্দুপর গ্রামের আতাউর রহমানের মেয়ে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তাহমিনা বেগম (১৩) বাড়ির পাশের মুনিয়া নদীতে কাপড় ধুতে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নদীর পানিতে খোঁজ করে দুপুরের দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, আমি বিষয়টি শুনেছি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।