মৌলভীবাজারে খেলাফত মজলিসের ‘তরবিয়তি মজলিস’ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩ মে ২০১৫, ১১:৩১ পূর্বাহ্ণ
মৌলভীবাজার খেলাফত মজলিসের উদ্যোগে তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ মে রবিবার সকাল ১০টা থেকে শহরের একটি হোটেলে জেলার সদস্যদের নিয়ে দিনব্যাপী এ কর্মশলা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাও. আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মুনতাসির আলী, বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হালিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ মুজাদ্দিদ আলী, সাধারণ সম্পাদক মাও. আহমদ বিলাল, মাও. জয়নুল আবেদীন, মাও. লুৎফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মুনতাসির আলী তাঁর বক্তব্যে বলেন, সরকার এখন দেশের মানুষের ওপর জুলুম করছে। নিরপরাধ সাধারণ মানুষকে জেলে আটকে রেখেছে। মানুষের তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের জুলুম অত্যাচার থেকে দেশের মানুষকে বাঁচাতে খেলাফত মজলিসের কর্মীদের এগিয়ে আসতে হবে।