বড়লেখায় মহান মে দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২ মে ২০১৫, ৮:২৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল ১ মে শুক্রবার দুপুরে পৌর শহরের দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির উদ্যোগে পৌর শহরে র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দক্ষিণবাজার সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেহান পারভেজ ও সেবুল আহমদের যৌথ পরিচালানয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা আলীগের যুগ্ম স¤পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, জেলা যুবলীগ সহ-সভাপতি কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আলীগের সভাপতি আব্দুল আহাদ, কাউন্সিলর তাজ উদ্দিন প্রমুখ।
এদিকে উপজেলার কাঁঠালতলী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে সন্ধ্যা ৭টায় হাজী আছব্বির আলী কমপ্লেক্সের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি আলাম আহমদের সভাপতিত্বে শিক্ষক কুটন উদ্দিন ও আমজাদ হোসেন পাপলুর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সমাজসেবক ফয়জুল হোসেন, এখলাছ উদ্দিন, এনাম উদ্দিন, আশরাফ হোসেন প্রমুখ।