বিদ্যুতের আলোয় আলোকিত হলো বড়লেখার চুকারপুঞ্জি গ্রাম
প্রকাশিত হয়েছে : ১ মে ২০১৫, ৭:১৩ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
বিদ্যুতের আলোয় আলোকিত হলো মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চুকারপুঞ্জি গ্রাম। এখানকার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল গ্রামের বিদ্যুতায়নের। সরকার আসে, সরকার যায় তাদের এ দাবি পূরণে এগিয়ে আসেনি কেউ। অবশেষে বর্তমান সরকার আমলে পৌঁছল অবহেলিত ওই গ্রামে বিদ্যুৎ। আর এ সুবিধা পেতে যাচ্ছেন ওই গ্রামের ৩ শতাধিক পরিবার। গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার চুকারপুঞ্জি গ্রামে বিদ্যুতের নতুন সংযোগের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই কোরান থেকে তেলাওয়াত করেন চুকারপুঞ্জি মসজিদের খতিব জয়নাল আবেদিন, স্বাগত বক্তব্য রাখেন আ’লীগ নেতা আপ্তাব উদ্দিন।
উদ্বোধনী পরবর্তী আলোচনা সভায় সাবেক কাঠালতলী ইউপি সদস্য আহছান উদ্দিনের সভাপতিত্বে ইউপি যুবলীগ সভাপতি গৌছ উদ্দিন ও শিক্ষক কুটন উদ্দিন’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম নীল মাধন বণিক, কাঠালতলী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এখলাছ উদ্দিন, যুবলীগ নেতা এনাম উদ্দিন, কাঠালতলী ইউপি আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন গোলজার, আশরাফ হোসেন প্রমুখ।